ট্রান্সজেন্ডার নারীকে হত্যাচেষ্টা: আরজে নীরার জামিন নাকচ
২৪ জানুয়ারি ২০২২ ১৭:১১
ঢাকা: রাজধানীর বসুন্ধরা এলাকায় ট্রান্সজেন্ডার নারীকে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আরজে সাইমা শিকদার নীরার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৪ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত তার জামিনের আবেদন নাকচ করেন।
গত ২৩ জানুয়ারি আরজে সাইমা নীরাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ভাটারা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হাসাম মাসুদ। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ভাটারা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর রনপ কুমার এসব তথ্য জানান।
গত ২২ জানুয়ারি রাজধানী থেকে নীরাকে গ্রেফতার করে র্যাব।
উল্লেখ্য, অনলাইনে পরিচয়ের সূত্র ধরে গত গত ১০ জানুয়ারি বসুন্ধরা এলাকায় অভিযুক্তের বাসায় গিয়েছিলেন সেই ট্রান্সজেন্ডার নারী। পরবর্তী সময়ে বসুন্ধরা এলাকায় সেই বাসায় তাকে যৌন নির্যাতন এবং হত্যার হুমকি দেওয়া হয়। ওই ট্রান্সজেন্ডার নারী গত ২১ জানুয়ারি ভাটারা থানায় একটি যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার মামলাটি দায়ের করেন।
সারাবাংলা/এআই/একে
আরজে নীরা ট্রান্সজেন্ডার নারী নির্যাতন ও হত্যাচেষ্টা বিউটি ব্লগার