শেখ হাসিনাকে স্বেচ্ছায় বনবাসে যেতে হবে: গয়েশ্বর
২৪ জানুয়ারি ২০২২ ১৬:৪৫
ঢাকা: আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বেচ্ছায় বনবাসে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত দোয়া-মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দোয়া-মিলাদ মাহফিল আয়োজন করে বিএনপি।
গয়েশ্বর বলেন, ‘দেশ ও দেশের মানুষের স্বার্থে শেখ হাসিনাকে আমরা বিতারিত করব। এমনকি তার পতন ঘটানোর সুযোগ আমরা নাও পেতে পারি, তিনি নিজে থেকেই কেটে পড়তে পারেন। বিশ্ব রাজনীতি ও দেশীয় রাজনীতিতে তিনি যে অবস্থানে আছেন, তাতে গুছিয়ে ওঠার সুযোগ আছে বলে আমি বিশ্বাস করি না। সে কারণেই নীরবে পালানো ছাড়া অন্য কোনো বিকল্প পথ তার জন্য খোলা নাই।’
তিনি বলেন, ‘তিনি (শেখ হাসিনা) সাহস করে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন দেবেন না। তত্ত্বাবধায়ক সরকার দেবেন না। যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার উদ্যোগ নিতেন তাহলে হয়তো বা ধীর-স্থিরভাবে বাংলাদেশে মানুষের মাঝে থাকার সুযোগ পেতেন। কিন্তু তিনি তা করবেন না। আর সেটা করবেন না বলেই তাকে দৃশ্যের আড়ালে থাকতে হবে, জনগণের চোখের আড়ালে থাকতে হবে। তাকে স্বেচ্ছায় বনবাসে যেতে হবে। বনবাসে কেউ তাকে পাঠাবে না। সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নাই। এখন তাদের সূর্য ডোবার পালা। যারা অন্ধকারে আছে তাদের জন্য সূর্য উদয়ের পালা।’
দোয়া-মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।
সারাবাংলা/এজেড/পিটিএম