Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২২ ১৪:৩১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ভটভটিতে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার আলীনগর এলাকার হাজির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকার নাইমুল (৪৭), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর ভুতপুকুর এলাকার মৃত গরীবুল্লাহর ছেলে ফুলচান আলী (৪৬) ও একই এলাকার মৃত রইসউদ্দিনের ছেলে সেহের আলী (৪৮)।

ওসি জানান, ট্রেনের ধাক্কায় মারা যাওয়া তিনজনই মাছ ব্যবসায়ী। তারা মাছ বিক্রি করে ভটভটিতে করে বাড়ি ফিলছিলেন। রাস্তা পারারের সময় হঠাৎ রাজশাহীগামী সিক্সডাউন মিল্টেন ট্রেনটি তাদের ভটভটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সারাবাংলা/একে

চাঁপাইনবাবগঞ্জ টপ নিউজ ট্রেনের ধাক্কা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর