Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবিপ্রবিতে অনশন চালিয়ে যাওয়া ২০ শিক্ষার্থী হাসপাতালে

শাবিপ্রবি করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২২ ১২:৩৪ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ১৩:৫৯

সিলেট: উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আমরণ অনশনকারী ২০ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল পৌঁনে ১১টা পর্যন্ত এ সংখ্যা জানা যায়। বর্তমানে ৮ জন অনশনকারী শিক্ষার্থী ভিসির বাস ভবনের সামনে অবস্থান করছেন।

সর্বশেষ গুরুতর অসুস্থ হয়ে আরও চার জন হাসপাতালে ভর্তি হওয়ার পর মোট সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে।

এর আগে, রোববার সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাস ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন অবরুদ্ধ অবস্থায় আছেন তিনি।

বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে অনশনের কর্মসূচি দেন শিক্ষার্থীরা। এতে ২৪ জন শিক্ষার্থী এ অনশন অংশ নেন। পরে পারিবারিক কারণে এক জন বাড়িতে চলে যান। অনশনের ১১৬ ঘণ্টা পার হলেও আসেনি কোন ফলপ্রসূ সিদ্ধান্ত।

আরও পড়ুন-

সারাবাংলা/একেএম

শাবিপ্রবি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর