শাবিপ্রবিতে অনশন চালিয়ে যাওয়া ২০ শিক্ষার্থী হাসপাতালে
২৪ জানুয়ারি ২০২২ ১২:৩৪ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ১৩:৫৯
সিলেট: উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আমরণ অনশনকারী ২০ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৪ জানুয়ারি) সকাল পৌঁনে ১১টা পর্যন্ত এ সংখ্যা জানা যায়। বর্তমানে ৮ জন অনশনকারী শিক্ষার্থী ভিসির বাস ভবনের সামনে অবস্থান করছেন।
সর্বশেষ গুরুতর অসুস্থ হয়ে আরও চার জন হাসপাতালে ভর্তি হওয়ার পর মোট সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে।
এর আগে, রোববার সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাস ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন অবরুদ্ধ অবস্থায় আছেন তিনি।
বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে অনশনের কর্মসূচি দেন শিক্ষার্থীরা। এতে ২৪ জন শিক্ষার্থী এ অনশন অংশ নেন। পরে পারিবারিক কারণে এক জন বাড়িতে চলে যান। অনশনের ১১৬ ঘণ্টা পার হলেও আসেনি কোন ফলপ্রসূ সিদ্ধান্ত।
আরও পড়ুন-
- ফের শাবিপ্রবি ভিসির কুশপুত্তলিকা দাহ
- নানার মৃত্যুসংবাদেও অনশনে অনড় মরিয়ম
- কাফন পরে শাবিপ্রবি শিক্ষার্থীদের মৌন মিছিল
- ‘শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবি নীতি বর্হিভূত’
- ২৪ শিক্ষার্থীর সঙ্গে গণঅনশনে শাবিপ্রবি’র অন্যরাও
- ভিসির বাসভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন, শিক্ষক সমিতির নিন্দা
- এবার ৩ দফা দাবিতে ভিসি ভবনের সামনে শাবিপ্রবি ছাত্রীরা
- শাবিপ্রবিতে হামলার প্রকাশ্যে ব্যাখ্যা চায় শিক্ষকদের একাংশ
- অনশনের ১০০ ঘণ্টা, ভিসির বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে আসেনি ফলপ্রসূ সিদ্ধান্ত, আন্দোলন চলবে
সারাবাংলা/একেএম