Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২২ ০০:৪০

প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার হরতকীডাঙ্গা বাজার এলাকায় ধামইরহাট-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা নিহতরা হলেন— উপজেলার নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে আবু সুফিয়ান (১৮) ও একই গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে আব্দুস সালাম (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত দু’জনই সবজি ব্যবসায়ী। রোববার ধামইরহাটে হাটের দিন ছিল। হাটে মালামাল বেচাকেনা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। রাত ৯টার দিকে ধামইরহাট বাজার থেকে জয়পুরহাট-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের হরতকীডাঙ্গা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোটরসাইকেলে যে দু’জন ছিলেন, তারা দু’জনে দুর্ঘটনাস্থলেই মারা গেছেন।

সারাবাংলা/টিআর

ট্রাকের ধাক্কা মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর