Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় স্কুল ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২২ ২৩:৫৩

প্রতীকী ছবি

গাইবান্ধা: গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের দরবস্ত ইউনিয়ের কালিতলা এলাকায় ট্রাকের চাপায় অন্তর চন্দ্র (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ট্রাক চাপায় গুরুতর আহত অবস্থায় অন্তরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত অন্তর চন্দ্র হরিতলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামে তার নানা নিরঞ্জনের বাড়ি থেকে লেখাপড়া করত।

বিজ্ঞাপন

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুত গতি থাকায় ট্রাক জব্দ ও চালককে আটক করা যয়নি।

সারাবাংলা/এমও

গোবিন্দগঞ্জ ট্রাকচাপা স্কুল ছাত্রের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর