Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিম্ন আদালতের সবাইকে বুস্টার ডোজ নেওয়ার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২২ ২৩:৩৩

ঢাকা: দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের বিচারক এবং কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে বুস্টার ডোজ গ্রহণ করে ৩ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য হাইকোর্ট রেজিস্ট্রার বরাবর পাঠাতে বলা হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) প্রধান বিচারপতির আদেশক্রমে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞাপন

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর বিচারক এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা এখনও কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ নেননি তাদেরকে ২য় ডোজ গ্রহণের তারিখ থেকে ৬ মাস অতিক্রান্ত হওয়া সাপেক্ষে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হলো।

দেশের প্রত্যেক জেলার জেলা ও দায়রা জজ/মহানগর এলাকার মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অধীনস্থ বিচারক এবং কর্মকর্তা/কর্মচারীদের এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট বিচারক তার এবং তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ টিকাদান কার্ড/টিকা সনদের কপি সংগ্রহপূর্বক ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ সংক্রান্ত তথ্যাবলী ৩ ফেব্রুয়ারির মধ্যে ই-মেইলে এবং হার্ডকপি হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের নিকট পাঠাতে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/এমও

অধস্তন আদালত নিম্ন আদালত বুস্টার ডোজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর