সখীপুরে কৃষি জমি ভরাট ও দখলের প্রতিবাদে মানববন্ধন
২৩ জানুয়ারি ২০২২ ২৩:০৪
টাঙ্গাইল: সখীপুরে কৃষি জমি ভরাট এবং জোর করে জমি দখলের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।
রোববার (২৩ জানুয়ারি) দুপুরে সখীপুর-সাগরদিঘী রোডে ঘোনার চলা এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। এ সময় বক্তব্য রাখেন- লিয়াকত হোসেন, কাশেম মিয়া, নূরুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুল কাদেরসহ অন্যরা।
মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন লাবিব গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান এখানে শিল্প-কারখানা প্রতিষ্ঠার জন্য কাজ শুরু করেছে। প্রকৃত জমির মালিকদের কাছ থেকে জমি না কিনে দালালদের মাধ্যমে ভুয়া কাগজে অধিকাংশ জায়গা কিনে মাটি ভরাট করছে। ফলে কয়েক বছর ধরে কৃষি চাষ করা যাচ্ছে না ‘
তাদের অভিযোগ স্থানীয় ভূমি দালালরা নানা ভয়ভীতি দেখিয়ে বাড়ি ঘর থেকে অনেককে উচ্ছেদের হুমকিও দিচ্ছে। এ ব্যাপারে বারবার প্রতিবাদ করে কোন ফল হচ্ছে না। এ ব্যাপারে তারা প্রধনামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
সারাবাংলা/এমও