Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ভ্যাকসিন সনদ নেওয়ার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২২ ২২:৩৮

ঢাকা: ব্যাংকে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে করোনাভাইরাসের ভ্যাকসিনের সনদ নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেইসঙ্গে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে এখন থেকে সকল ব্যাংককর্মী ও গ্রাহকদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস) বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর বিস্তার রোধে ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ভ্যাকসিনের সনদ নিতে হবে। পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও আগত সেবাগ্রহীতাদের আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মানতে হবে।

সারাবাংলা/জিএস/পিটিএম

করোনা বাংলাদেশ ব্যাংক ভ্যাকসিন সনদ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর