Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপাকে বগুড়া জেলা আ.লীগ থেকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২২ ২১:৩৬

বগুড়া: প্রশ্নফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় মাহবুবা নাসরীন রূপাকে বগুড়া জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আল রাজি জুয়েলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানানো হয়েছে।

প্রশ্নফাঁসের অভিযোগে উপজেলা ভাইস চেয়ারম্যান রূপা গ্রেফতার

এতে বলা হয়, গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত সংবাদের ঢাকায় সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের সঙ্গে বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবা নাসরীন রূপার বিরুদ্ধে অভিযোগ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তার এরকম কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমও

অব্যাহতি আওয়ামী লীগ জেলা আ.লীগ মাহবুবা নাসরীন রূপা