Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসসি’র অধীনে নিয়োগ পরীক্ষায় লাগবে ভ্যাকসিন সনদ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২২ ২০:৪৪ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ২০:৪৯

ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীন সব নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে দেওয়া ভ্যাকসিনের সনদ রাখতে হবে। পরীক্ষার্থী, পরীক্ষক ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ভ্যাকসিন গ্রহণের বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, যেকোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে পরীক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করার পরামর্শ প্রদান করা হলো। ভ্যাকসিন গ্রহণ করে এ-সংক্রান্ত প্রমাণপত্র বা সনদপত্র সংগ্রহ করে পরীক্ষার সময় সঙ্গে রাখতে হবে।

পরীক্ষার্থী, পরীক্ষক এবং পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য ভ্যাকসিন গ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো— বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

উল্লেখ্য, শুক্রবার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. সাবিরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে পাঁচটি নির্দেশনার বিষয়ে জানানো হয়।

নির্দেশনাগুলো হচ্ছে—

১. ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি সকল স্কুল, কলেজ বন্ধ থাকবে।

২. বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থাগ্রহণ করবে।

৩. রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সমাবেশ ও অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

বিজ্ঞাপন

৪. সরকারি-বেসরকারি অফিস, শিল্প কারখানায় কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবে।

৫. বাজার, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সবধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি মনিটর করবে।

করোনা সংক্রমণ রোধে মন্ত্রিপরিষদ বিভাগ এই ৫টি জরুরি নির্দেশনা জারি করেছে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

এর আগে, সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারিভাবে ১১ দফা নির্দেশনা দেওয়া হয়।

সারাবাংলা/এসবি/পিটিএম

পিএসসি ভ্যাকসিন সনদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর