শাহজালালে ২০ কোটি টাকার হেরোইনসহ বিদেশি নাগরিক আটক
২৩ জানুয়ারি ২০২২ ২০:১৩ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ০২:৪৮
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশি নাগরিককে ২০ কোটি টাকার হেরোইনসহ আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ ইউনিট।
রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউজের উপ-কমিশনার মো সানোয়ারুল কবির।
জানা গেছে, আটক যাত্রীর নাম লেসেডি মোলাপিসি। তিনি বাতসোয়ানার নাগরিক। তার শরীরে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া আছে।
সানোয়ারুল কবির জানান, বিদেশি নাগরিকের কাছ থেকে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকা। গোপন সংবাদের ভিত্তিতে শাহজালালে সকল পয়েন্টে কঠোর নজরদারি রাখা হয়। যাত্রী দোহা থেকে কাতার এয়ারলাইন্স যোগে বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
তার বিরুদ্ধে কাস্টম, ফৌজদারি ও মাদক আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ঢাকা কাস্টম হাউজের এই কর্মকর্তা।
সারাবাংলা/এসজে/পিটিএম