Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২২ ১৮:২৬ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ১৮:২৭

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় শরিফুল ইসলাম (৪৩) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর পশ্চিম পাঠানপাড়া এলাকার মোস্তাবের হোসেনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত সরকারি কৌশুলি (এপিপি) আঞ্জুমান আরা বলেন, ‘২০১১ সালের ১৬ মার্চ ১০০ গ্রাম হেরোইনসহ আটক হয়েছিলো শরিফুল।’

মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ওই বছরের ১৬ এপ্রিল শরিফুলকে একমাত্র অভিযুক্ত করে মামলার চার্জশিট দাখিল করেন। সাক্ষী গ্রহণ, প্রমাণ ও শুনানি শেষে রোববার (২৩ জানুয়ারি) আদালত শরিফুলকে দোষি সাব্যস্ত করে দণ্ড দেয়।

সারাবাংলা/এমও

চাঁপাইনবাবগঞ্জ মাদক মামলা যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর