Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমিক্রনের লক্ষণ ৬টি— জানাল স্বাস্থ্য অধিদফতর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২২ ১৮:০৯ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ২৩:০৮

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) ওমিক্রন ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশন ঘটেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একইসঙ্গে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তদের সাধারণত ছয়টি লক্ষণ দেখা দিচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির মুখপাত্র ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, ওমিক্রনের উপসর্গের সঙ্গে মিল আছে সিজনাল ফ্লুয়ের। এ সময় তিনি যে সব উপসর্গের কথা বলেন সেগুলো হলো—

১-  ৭৩ শতাংশ মানুষের নাক দিয়ে পানি ঝরছে;
২- ৬৮ শতাংশ মানুষের মাথা ব্যথা করছে;
৩- ৬৪ শতাংশ রোগী অবসন্ন-ক্লান্তি অনুভব করছেন;
৪- ৬০ শতাংশ রোগী হাঁচি দিচ্ছেন;
৫- ৬০ শতাংশ রোগীর গলা ব্যথা হচ্ছে; এবং
৬- ৪৪ শতাংশ রোগীর কাশি হচ্ছে

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, কমিউনিটি পর্যায়ে ওমিক্রনের সংক্রমণ ঘটছে। আমরা দেখছি, ওমিক্রন একটু একটু করে ডেল্টার জায়গা দখল করে ফেলছে।

কোভিড-১৯ সংক্রমণকে পরাস্ত করতে করতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা।

আরও পড়ুন-

২৪ ঘণ্টায় ১৪ মৃত্যু, সংক্রমণ হার বেড়ে ৩১.২৯

সারাবাংলা/এসবি/টিআর

ওমিক্রন ভ্যারিয়েন্ট ওমিক্রনের লক্ষণ টপ নিউজ সামাজিক সংক্রমণ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর