সোমবার থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ
স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২২ ১৭:৩০ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ১৭:৩২
২৩ জানুয়ারি ২০২২ ১৭:৩০ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ১৭:৩২
ঢাকা: সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের পাস বন্ধ করে দেওয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২৩ জানুয়ারি) তথ্য অধিদফতর থেকে জারি করা এক তথ্য বিবরণীতে এ নির্দেশনা দেওয়া হয়।
সেখানে বলা হয়— সোমবার (২৪ জানুয়ারি) থেকে সচিবালয়ে প্রবেশের জন্য সব ধরনের দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলেও উল্লেখ করা হয়।
উল্লেখ্য, করোনাভাইরাসের তৃতীয় ঢেউ শুরু হওয়ায় গত ১০ জানুয়ারি ১১ দফা বিধিনিষেধ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে অফিস আদালত খেকে শুরু করে সর্বত্র স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করতে বলা হয়েছে।
এর আগে, গতবছর করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হলে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।
সারাবাংলা/জেআর/একে