Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে হানিফ পরিবহনের বাস উল্টে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২২ ১৭:২৯

রাঙ্গামাটি: হানিফ পরিবহনের একটি বাস রাঙ্গামাটিতে শহরে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। রোববার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে কাউখালী উপজেলার ঘাগড়ায় ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় বাসের হেলপারসহ ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন- শাহাদাত হোসেন (৪০), শিউলি আক্তার (৪০), ইন্দ্রা দেওয়ান, অতুলনীয় চাকমা (১৯) ও বাস হেলপার ওমর ফারুক (২৬)। এর মধ্যে হেলপারের বাম পা ভেঙে গেছে। তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

বিজ্ঞাপন

বাসের হেলপার ওমর ফারুক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসটি রাঙ্গামাটির ঘাগড়ায় দুর্ঘটনায় পড়ে। বাসের গতিসীমা তেমন বেশি ছিলো না। কিন্তু বাসটি ডান দিকে নেওয়ার জন্য আমি বারবার সিগন্যাল দিলেও ড্রাইভার (চালক) সিগন্যাল শোনেননি। যার কারণে রাস্তার পাশের পাহাড়ে ধাক্কা খেয়ে বাসটি মুহূর্তেই উল্টে যায়।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানিয়েছেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় পাঁচজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে একজনের পা ভেঙে গেছে। অন্যদের কপালে ও শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে। মোটামুটি সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

সারাবাংলা/এমও

আহত বাস উল্টে রাঙ্গামাটি হানিফ পরিবহন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর