সেই ২ জাপানি শিশু ৬ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে মায়ের কাছে
২৩ জানুয়ারি ২০২২ ১৪:১৯ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ১৬:১১
ঢাকা: জাপান থেকে আসা সেই দুই শিশু আগামী ৬ ফেব্রুয়ারি মায়ের কাছে থাকবে। আর বাবা নির্ধারিত সময় অনুযায়ী তাদের সঙ্গে দেখা করতে পারবেন।
রোববার (২৩ জানুয়ারি) বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ১৫ ডিসেম্বর দুই শিশু ৩ জানুয়ারি পর্যন্ত মা ডা. এরিকো নাকানোর কাছে থাকবে বলে আপিল বিভাগ আদেশ দিয়েছিলেন। তবে বাংলাদেশি বংশোদ্ভূত বাবা ইমরান শরীফ এ সময়ে স্বাধীনভাবে সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যে কোনো সময় শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন।
এর আগে ৩ জানুয়ারি শুনানি করে ২৩ জানুয়ারি পর্যন্ত মুলতবি করে আদেশ বহাল রাখা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজ শুনানির জন্য উঠলে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করে আগের আদেশ বহাল রাখা হয়।
আদালতে মায়ের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আজমালুল হোসেন কিউসি। সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির। বাবার পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।
এর আগে গত ২১ নভেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ শিশুদের বাবার পক্ষে রায় দেন।
সারাবাংলা/কেআইএফ/এএম