সিরাজগঞ্জের ৩ এমপি করোনায় আক্রান্ত
২৩ জানুয়ারি ২০২২ ১৩:১৭ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ১৫:৩১
সিরাজগঞ্জ: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জের তিন সংসদ সদস্য। এছাড়াও জেলার রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতিও প্রাণঘাতি এই ভাইরাসের আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত সংসদ সদস্যরা হলেন- সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ ও সলঙ্গা) আসনের ডা. আব্দুল আজিজ ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের প্রকৌশলী তানভীর শাকিল জয়।
জানা গেছে, বুস্টার ডোজসহ তিনটি টিকা নিয়েও তৃতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তানভীর শাকিল জয় ও ডা. হাবিবে মিল্লাত মুন্না। অন্যদিকে আব্দুল আজিজ সরকার দুইটি টিকা নিয়েও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়াও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মণ্ডল, কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী ও জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েলও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সারাবাংলা/এএম