ময়লার গাড়ির ধাক্কায় ডিএনসিসির পরিচ্ছন্নকর্মীর মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২২ ১২:৪৬ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ১৪:৪০
২৩ জানুয়ারি ২০২২ ১২:৪৬ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ১৪:৪০
ঢাকা: রাজধানীর মহাখালীতে ময়লার গাড়ির ধাক্কায় উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী শিখা রানী ভবানী (৫৫) মারা গেছে।
শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে জাহাঙ্গীর গেট মহাখালী ফ্লাইওভারের ঢালে ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে মারা যায়।
তেজগাঁও থানার (পরিদর্শক তদন্ত) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে জাহাঙ্গীর গেট মহাখালী ফ্লাইওভারের ঢালে রাস্তায় ঝাড়ু দিচ্ছিল ওই পরিচ্ছন্নকর্মী। এ সময় জাহাঙ্গীর গেটগামী সাদা রঙের একটি ময়লার গাড়ি ওই মহিলাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তিনি আরও ঘটনার পরপরই ময়লার গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্তসহ বিস্তারিত ঘটনা পুলিশ তদন্ত করা হচ্ছে। মৃতদেহ শহীদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে পাঠানো হয়েছে। ওই নারী মহাখালী সাততলা বস্তিতে থাকত।
সারাবংলা/এসএসআর/একে