Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবিপ্রবিতে হামলার প্রকাশ্যে ব্যাখ্যা চায় শিক্ষকদের একাংশ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২২ ০৮:১৩

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রকাশ্যে ব্যাখ্যা চেয়েছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা। এতে বর্তমান পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করে সংশ্লিষ্ট ব্যক্তিদের পদত্যাগের দাবি জানিয়েছেন তারা।

শনিবার (২২ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে এই দাবি জানান শিক্ষকরা। সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের জীবন বিপন্ন হতে চলেছে। এ পরিস্থিতিতে শিক্ষক হিসেবে আমরা শুরু থেকেই চলমান সংকট থেকে উত্তরণের জন্য বিভিন্ন পর্যায়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ করছি যে, দায়িত্বশীল ব্যক্তিরা শিক্ষার্থীদের ওপর পুলিশের আক্রমণের ব্যাপারে প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না দিয়ে কালক্ষেপণ করে অনশনরত শিক্ষার্থীদের জীবন চরম সংকটের মুখে ঠেলে দিচ্ছেন।

এতে বলা হয়, আমরা চরম হতাশার সঙ্গে লক্ষ করেছি- এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠিত হলেও বাস্তবে ওই কমিটি কোনো রকম অগ্রগতি করেছে বলে দৃশ্যমান হচ্ছে না। তাই বিশ্ববিদ্যালয়ের ঘটনার দায়ভার কোনোভাবেই প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এড়াতে পারেন না।

এ পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যাবতীয় বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যক্তিদের প্রত্যেকের অফিশিয়াল ব্যাখ্যা জনসমক্ষে উপস্থাপন করার দাবি জানান হয় ওই বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/এনএস

টপ নিউজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর