Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানের হেরাতে বিস্ফোরণে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২ ০১:১৩ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ০৯:৩৯

আফগানিস্তানের হেরাত শহরে এক বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত ৯ জন। এ প্রতিবেদন লেখা অবধি বিস্ফোরণের দায় স্বীকার করেনি কেউ।

আফগানিস্তানের সংবাদমাধ্যম টলো নিউজের খবরে বলা হয়েছে, শনিবার (২২ জানুয়ারি) হেরাত শহরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে ৭ জন প্রাণ হারিয়েছেন। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষনিক জানা যায়নি।

হেরাতের এক স্বাস্থ্য কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় গণপরিবহণ হিসেবে ব্যবহৃত ছোট একটি ভ্যানে এ বিস্ফোরণ ঘটে।

এছাড়া হেরাতের তালেবান কমান্ডার মৌলভী আনসারি রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণে ৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুত্বর। হেরাতের প্রাদেশিক হাসপাতালের প্রধান আরিফ জালালিও সাতজনের প্রাণহানির খবর বার্তাসংস্থা এএফপি’কে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ।

গত বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটিতে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে স্থানীয় ইসলামিক স্টেট-আইএস-কে। হেরাতের বিস্ফোরণের জন্য প্রাথমিকভাবে আইএস–কে’র হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র সাবিত হারভি জানিয়েছেন, প্রাথমিক আলামত থেকে বুঝা গেছে, এটি একটি গণপরিবহণের তেলের ট্যাঙ্কের সঙ্গে যুক্ত করা বোমা বিস্ফোরণের ঘটনা। এছাড়া হেরাতের প্রাদেশিক পুলিশ ও সাংস্কৃতিক বিভাগও এ ঘটনাকে বোমা বিস্ফোরণ বলে বর্ণনা করেছে।

সারাবাংলা/আইই

আফগানিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর