Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো লকডাউনে কিরিবাতি

আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি ২০২২ ১৯:৫১ | আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ১৯:৫২

বিদেশি ভ্রমণকারীদের মধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হওয়ায় প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ কিরিবাতিতে প্রথমবারের মতো লকডাউন আরোপ করা হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) থেকে দেশটিতে লকডাউন শুরু হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সরকারি সূত্রে বিবিসি বলছে, নাগরিকদের বাড়িতে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। জমায়েতের ওপরও রয়েছে নিষেধাজ্ঞা। সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জনগণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে পারবে।

এর আগে, ফিজি থেকে কিরিবাতিতে আসা একটি ফ্লাইটের ৩৬ জন যাত্রীর মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়। এছাড়াও কমিউনিটি ট্রান্সমিশন থেকে চার জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। এ সপ্তাহের আগে কিরিবাতিতে মাত্র দুই জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন।

প্রসঙ্গত, কিরিবাতি বিশ্বের বিচ্ছিন্নতম দ্বীপ। এর আয়তন পাঁচ হাজার কিলোমিটার। জনসংখ্যা এক লাখ ২০ হাজার।

এদিকে এক ফেসবুক বার্তায় কিরিবাতির প্রেসিডেন্ট তনেতি মামাউ বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র উপায় সম্পূর্ণ ডোজ ভ্যাকসিন নেওয়া। নিজেদের ও পরিবারের সুরক্ষায় জনসাধারণকে ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নেওয়ার আহ্বান জানান তিনি।

সারাবাংলা/একেএম

কিরিবাতি