Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ বসছে রোববার, উঠছে ইসি গঠন আইন

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২২ ১৮:৩৩ | আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ১৯:৪০

ঢাকা: পাঁচ দিন বিরতির পর রোববার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় বসবে সংসদ অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সীমিত সংখ্যক সদস্যের উপস্থিতিতে অধিবেশন চলবে। বহুল আলোচিত নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত প্রস্তাবিত আইনসহ কয়েকটি বিল তোলা হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয় সূত্র।

রোববার প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ অন্তর্ভূক্ত রয়েছে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বিলটি উত্থাপন করবেন। পরে বিল অধিকতর পরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

এছাড়া অধিবেশনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম তুলবেন ‘জেলা পরিষদ (সংশোধন) বিল-২০২২’ ও স্থানীয় সরকার (পৌরসভা) বিল ২০২২ এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ‘বাণিজ্য সংগঠন বিল-২০২২’ তুলবেন। এর বাইরেও, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, সংসদের ১৬তম অধিবেশন ১৬ জানুয়ারি শুরু হয়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত অধিবেশনের প্রথম দিনেই ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওই ভাষণের ওপর দ্বিতীয় দিন ১৭ জানুয়ারি ধন্যবাদ প্রস্তাব তোলে জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী। ওই প্রস্তাব নিয়ে ওই দিনের আলোচনা শেষে অধিবেশন পাঁচ দিনের জন্য মুলতবি করা হয়।

সারাবাংলা/এএইচএইচ/একেএম

ইসি গঠন আইন টপ নিউজ সংসদ অধিবেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর