এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কাজ করার সময় নিচে পড়ে শ্রমিকের মৃত্যু
২২ জানুয়ারি ২০২২ ১৮:৩২
ঢাকা: রাজধানীর খিলক্ষেত শেওড়া এলাকায় নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কাজ করার সময় নিচে পড়ে রাহিদুল ইসলাম স্বপন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে শেওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত স্বপনের বাড়ি লালমনিরহাটে। তার বাবার নাম জহির উদ্দিন। ওই শ্রমিক শেওড়া এলাকায় থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা বলে জানা গেছে।
আহত অবস্থায় ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মিজানুর রহমান জানান, দীর্ঘ একবছর ধরে স্বপন এই নির্মাণ প্রকল্পে কাজ করে আসছিলে। আজ উঁচু একটি মাচানে দাঁড়িয়ে কাজ করার সময় সেখান থেকে নিচে পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য থানা পুলিশকে জানানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/একে