Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইজার ও মডার্নার বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে ৯০% সুরক্ষা দেয়

আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি ২০২২ ১৮:৩৬ | আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ২০:৩৫

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার ভ্যাকসিনের বুস্টার ডোজ ৯০ শতাংশ পর্যন্ত সুরক্ষা দেয়। যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) এমন তথ্য জানিয়েছে। ওমিক্রনের উপর বুস্টার ডোজের প্রভাব নির্ণয়ে করা তিনটি পৃথক গবেষণার ফলাফল থেকে সিডিসি এ সিদ্ধান্তে পৌঁছেছে।

শুক্রবার প্রকাশিত গবেষণা তথ্য বলছে, করোনার দুই ডোজ নেওয়ার পর আরেকটি বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। সিডিসির ভ্যাকসিন উপদেষ্টা ডা. উইলিয়াম শেফনার বলেন, ‘পূর্ণাঙ্গ ভ্যাকসিন গ্রহণের সংজ্ঞা আমাদের পরিবর্তন করা উচিত। আমি মনেকরি তৃতীয় ডোজ আপনাকে সবচেয়ে ভালো সুরক্ষা দেয়।’ যদিও তিনি সিডিসির গবেষণার সঙ্গে সরাসরি যুক্ত নন।

বিজ্ঞাপন

গবেষণার সঙ্গে যুক্ত এমা অ্যাকরসি সংবাদমাধ্যমে বলেন, বুস্টার ডোজ নেওয়া কতটা গুরুত্বপূর্ণ তা এই গবেষণাগুলো প্রমাণ করেছে। দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পাঁচ মাস পর ফাইজার ও মডার্নার বুস্টার ডোজ নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য যে, করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট ওমিক্রন সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে। এ ভ্যারিয়েন্টে দেশে দেশে মহামারির নতুন তরঙ্গের সূচনা করেছে। যুক্তরাষ্ট্রে নতুন শনাক্ত হওয়া ৯৯ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্ট বলে জানিয়েছে সেদেশের স্বাস্থ্য বিভাগ।

সারাবাংলা/আইই

ওমিক্রন করোনাভাইরাস ফাইজার মডার্না

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর