Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে আ.লীগ নেতার উপর হামলা, বিচার চেয়ে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২২ ১৭:৫৭

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সিমান্তবাজারে এই কর্মসূচি পালন করা হয়।

‘সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের সর্বস্তরের জনসাধারণে’র ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- গান্ধাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, রতনকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা, শহীদ সরোয়ারের বোন, সাবেক কাউন্সিলর হামিদা খাতুন প্রমূখ।

কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে টেলিফোনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় ও হামলার শিকার শহীদ সরোয়ার। মানববন্ধনের পূর্বে বিক্ষোভ মিছিল করা হয়।

উল্লেখ্য, ১৫ জানুয়ারি শনিবার বিকেলে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ারের উপর হামলা চালিয়ে দুই পা কুপিয়ে গুরুতর জখম এবং তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এরপর রাতেই তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায়আহত আওয়ামী লীগ নেতার বোন বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদসহ ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

ঘটনার পরদিন অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয় জেলা ছাত্রলীগ।

সারাবাংলা/এমও

আ.লীগ নেতা বিক্ষোভ হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর