Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২২ ১৭:৩৪ | আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ১৮:৩৭

জয়পুরহাট: জয়পুরহাটে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা নামে এক পিকআপ ভ্যানচালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) সকালে ক্ষেতলাল উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের শালবন এলাকায় এ ঘটনা ঘটে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুবাগান গ্রামের মৃত নাজিমউদ্দিন চৌধুরির ছেলে পিকআপ ভ্যানচালক মাসুদ রানা ও গোমস্তাপুর উপজেলার দৌলভপুর গ্রামের বিশ্বনাথ হাওলাদারের ছেলে মনোরঞ্জন।

বিজ্ঞাপন

ওসি নীরেন্দ্রনাথ মন্ডল জানান, নিহত পিকআপভ্যান চালক মাসুদ রানা মাছ ব্যবসায়ী মনোরঞ্জনকে নিয়ে বগুড়ার মোকামতলাতে মাছ বিক্রি করে চাঁপাইনবাবগঞ্জে ফিরছিলেন। পথে ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালকের মৃত্যু হয়।

ওসি আরও জানান,এঘটনায় পিকআপ ভ্যানে থাকা মাছ ব্যবসায়ী মনোরঞ্জন আহত হন। পরে স্থানীয়রা আহত মনোরঞ্জনকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সারাবাংলা/এমও

টপ নিউজ পিকআপভ্যান বাস মুখোমুখি সংঘর্ষ

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর