Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতিরিক্ত আইজিপি হলেন ৭ কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২২ ১৭:১০ | আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ১৮:১৪

ঢাকা: বাংলাদেশ পুলিশের সাত জন ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন- পুলিশ সদর দফতরের ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রধান ডিআইজি ড. হাসান উল হায়দার।

১৫তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্তরা হলেন- অতিরিক্ত আইজির চলতি দায়িত্বে থাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি) মো. শাহাবুদ্দিন খান, শিল্প পুলিশের প্রধান ডিআইজি মাহবুবুর রহমান ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

বিজ্ঞাপন

শনিবার (২২ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি পাওয়া অতিরিক্ত আইজিপিরা গ্রেড-২ পদের বেতন ভাতা পাবেন। পদোন্নতিপ্রাপ্তরা বিসিএস ১২তম ও ১৫তম ব্যাচের কর্মকর্তা।

সারাবাংলা/ইউজে/এমও

অতিরিক্ত আইজি অতিরিক্ত আইজিপি পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর