সৌদি জোটের বিরুদ্ধে ইয়েমেনের কারাগারে বিমান হামলার অভিযোগ
২২ জানুয়ারি ২০২২ ১৬:২০ | আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ১৭:৩৫
সৌদি আরব নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে ইয়েমেনের একটি কারাগারে বিমান হামলার অভিযোগ উঠেছে। উত্তর-পশ্চিম ইয়েমেনের সাদা প্রদেশের একটি কারাগারে সৌদি জোটের হামলায় ৭০ জনের বেশি কয়েদি নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা। এ ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
শনিবার (২২ জানুয়ারি) জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এক বিবৃতিতে কারাগারে হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘হামলা বন্ধ করা উচিত। আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিক এবং স্থাপনায় হামলা নিষিদ্ধ।’ কারাগারে হামলার স্বচ্ছ ও কার্যকর তদন্ত চালানোরও আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।
তবে সৌদি নেতৃত্বাধীন হুতিবিরোধী জোট ইয়েমেনের কারাগারে হামলার অভিযোগ অস্বীকার করেছে। জোটটি এক বিবৃতিতে বলেছে, ‘ইয়েমেনের ওই স্থাপনাটি আমাদের হামলার তালিকায় নেই। কখনও হামলা করা হবে না—এমন স্থাপনার একটি তালিকা সম্পর্কে জাতিসংঘের সঙ্গে জোটের সম্মতি রয়েছে। এ স্থাপনা ওই তালিকাভুক্ত।’
কারাগারের হামলার খবরটি ভুয়া বলে দাবি করে জোটের বিবৃতিতে বলা হয়, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এ খবরটি প্রচার করছে।
সারাবাংলা/আইই