Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নাসিক ভোট সুষ্ঠু হয়েছে— এ কথা শুনে পশু-পাখিরা বিব্রতবোধ করে’

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২২ ১৫:৪৭ | আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ১৭:১৪

ঢাকা: বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নারায়ণগঞ্জ নির্বাচন সুষ্ঠু হয়েছে এমন কথায় পশু-পাখিরাই বিব্রতবোধ করে। আপনারে কেন বিব্রতবোধ করেন না। আন্দোলনের মাধ্যমে আগামী নির্বাচনে ইভিএম পদ্ধতি ফেলে দেওয়া হবে। তখন ভোটাররা যার যার ভোট ব্যালট পেপারে দেবে। যাকে খুশি তাকে দেবে। সুষ্ঠু নির্বাচনে হেরে গেলেও সম্মান রয়েছে। ভোট চুরিতে সেটি তো নেই। ভবিষ্যতে শান্তিময় পরিবেশ সৃষ্টি করতে সরকারের পদত্যাগ করা দরকার। এতে সব সমস্যার সমাধান হতে পারে।’

বিজ্ঞাপন

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া নাগরিক ফোরাম-জিনাফ এর ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালদো জিয়ার নিঃশর্ত মুক্তি, সুচিকিৎসা এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও ন্যায় বিচারের দাবিতে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আলোচনা করে সমস্যার সমাধান হবে না। বর্তমান সরকার করোনাভাইরাসকে ঢাল হিসেবে ব্যবহার করছে। আমাদের সময় বলে দেবে, কখন কী করতে হবে, কখন মাঠে নামতে হবে? আজকের বিধিনিষেধ রাজনৈতিক মোকাবিলার জন্য করা হয়েছে, জনগণকে সচেতন করার জন্য নয়। বর্তমানে আবহাওয়া ঠান্ডা, পরিবেশেও ঠান্ডা। বেশি ঠান্ডা পরিবেশে মানুষ বাঁচতে পারে না। পরিবেশ এমন মনে হচ্ছে সরকার ঠান্ডা মাথায় কেটে পড়তে পারেন।’

সরকারি কর্মচারীদের বিদেশ ফেরত নিয়ে গয়েশ্বর বলেন, ‘সরকারের ভেজাল মাল সব বিদেশ থেকে দেশে ফেরত পাঠাচ্ছে। এরইমধ্যে অনেকেই দেশে ফেরত আসতে বাধ্য হচ্ছেন। দেশ থেকে কোটি কোটি টাকা পাচার হচ্ছে— এই দায় সরকার এড়াতে পারবেন না। বাংলাদেশ বাংকের রিজার্ভ চুরি হয়েছে। যা অন্য কোনো দেশে হয়নি। এটিতে সরকার জড়িত না হলে এতদিন সবকিছু বের হয়ে যেত।’

সাংবাদিক সাগর-রুনির প্রসঙ্গে টেনে তিনি বলেন, ‘সাগর-রুনি খুনিকে প্রশাসন চাইলে সামনে আনতে পারে। তবে সরকারের ভয়ে সামনে প্রশাসন আনছে না।’

লায়ন মিয়া মোহাম্মদ —আনোয়ারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ মহানগর আহ্বায়ক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, জিয়া নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক কে.এ জামানসহ অন্যরা।

সারাবাংলা/এআই/একে

গয়েশ্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নাসিক নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর