অনশনরত ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৬ জনই অসুস্থ হয়ে হাসপাতালে
২২ জানুয়ারি ২০২২ ১৫:০৯ | আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ১৬:১১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৬ জনই মেডিক্যালে ভর্তি হয়েছেন।
শনিবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টা পর্যন্ত ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এরমধ্যে ৯ জন মেয়ে ও ৭ জন ছেলে। ১৬ জনের মধ্যে ১৩ জন এম এ জি ওসমানী মেডিক্যাল, ২ জন মাউন্ড ও ১ জন রাগিব বারেয়াতে ভর্তি।
চিকিৎসক মো. মোস্তাকিম বলেন, এখানে সাতজন শিক্ষার্থী অনশনরত অবস্থায় আছে। যারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন তাদের মেডিক্যালে রেফার করা হচ্ছে। আমরা ১৫ জন চিকিৎসক সার্বক্ষণিক তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছি।
এর আগে বুধবার (১৯ জানুয়ারি) দুপুর তিনটা থেকে এক দফা দাবিতে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। এতে অংশ নেন ২৪ জন শিক্ষার্থী। পরে বৃহস্পতিবার দুপুরে একজন পারিবারিক সমস্যার কারণে বাড়িতে চলে যান।
আরও পড়ুন-
- অনির্দিষ্টকালের জন্য বন্ধ শাবিপ্রবি
- আমরণ অনশনে ২৪ শাবিপ্রবি শিক্ষার্থী
- শাবিপ্রবিতে অনশনকারী কয়েক শিক্ষার্থী অসুস্থ
- এবার উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল শাবিপ্রবি
- অনশনরত শিক্ষার্থীদের কাছে গেলেন শাবিপ্রবি শিক্ষকরা
- শাবিপ্রবিতে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, ২ ঘণ্টা পর ভিসি মুক্ত
- তদন্ত করে সরকার যে সিদ্ধান্ত দেবে, মেনে নেব: শাবিপ্রবি উপাচার্য
- জাবি ছাত্রীদের নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য, শাবি ভিসিকে উকিল নোটিশ
সারাবাংলা/এএম