Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনশনরত ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৬ জনই অসুস্থ হয়ে হাসপাতালে

শাবিপ্রবি করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২২ ১৫:০৯ | আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ১৬:১১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৬ জনই মেডিক্যালে ভর্তি হয়েছেন।

শনিবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টা পর্যন্ত ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এরমধ্যে ৯ জন মেয়ে ও ৭ জন ছেলে। ১৬ জনের মধ্যে ১৩ জন এম এ জি ওসমানী মেডিক্যাল, ২ জন মাউন্ড ও ১ জন রাগিব বারেয়াতে ভর্তি।

চিকিৎসক মো. মোস্তাকিম বলেন, এখানে সাতজন শিক্ষার্থী অনশনরত অবস্থায় আছে। যারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন তাদের মেডিক্যালে রেফার করা হচ্ছে। আমরা ১৫ জন চিকিৎসক সার্বক্ষণিক তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছি।

এর আগে বুধবার (১৯ জানুয়ারি) দুপুর তিনটা থেকে এক দফা দাবিতে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। এতে অংশ নেন ২৪ জন শিক্ষার্থী। পরে বৃহস্পতিবার দুপুরে একজন পারিবারিক সমস্যার কারণে বাড়িতে চলে যান।

আরও পড়ুন-

সারাবাংলা/এএম

টপ নিউজ শাবিপ্রবি আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর