Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনে ঢাবি শিক্ষার্থীদের সংহতি

ঢাবি করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২২ ১৪:০৫ | আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ১৫:১৩

উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

শনিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন ঢাবির কয়েকজন শিক্ষার্থী। অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষার্থীরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল দাবির প্রতি সংহতি জানিয়েছেন। পাশাপাশি দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত চলমান অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বিজ্ঞাপন

‘শাবিপ্রবির সাথে ঢাবির সংহতি’ ব্যানারে চলমান অবস্থান কর্মসূচি থেকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচি পালন করা ফার্মাসি বিভাগের শিক্ষার্থী আরাফাত সাদ বলেন, শিক্ষার্থীদের ওপর ভিসির নির্দেশে পুলিশি হামলা চালানো হয়েছিল। দেশের ইতিহাসে এমন ঘটনা খুবই কম। যা আমরা পাকিস্তানি শাসনামল ও এরশাদ শাসনামলে স্বৈরাচারি কর্মকাণ্ডে দেখেছি। যতদিন পর্যন্ত শাবিপ্রবির শিক্ষার্থীদের দাবি আদায় না হচ্ছে, ততদিন তাদের সঙ্গে সংহতি জানিয়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

অন্য এক শিক্ষার্থী জেসান অর্ক মারান্ডি বলেন, শিক্ষার্থীরা মৃত্যুর ঝুঁকিতে কাতরাচ্ছে। কিন্তু স্বৈরাচারি ভিসি ঠিকই তার অবস্থানে অনড়। ২৪ জন শিক্ষার্থী আজ তিনদিন ধরে অনশনে আছে কিন্তু সরকার ও প্রশাসনের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যায়নি।

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ফিন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাবির আহমেদ জুবেন, আইন বিভাগের তৃতীয় বর্ষের কাজী রাকিব, রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাসান, একাউন্টিং বিভাগের মাস্টার্সের মাহির শাহারিয়ারসহ প্রমুখ।

আরও পড়ুন-

সারাবাংলা/আরআইআর/এএম

টপ নিউজ ঢাবির সংহতি শাবিপ্রবি আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর