Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানার মৃত্যুর খবরেও অনশনে অনড় মরিয়ম

শাবিপ্রবি করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২২ ০৮:৪৯ | আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ১৪:০৮

এক দফা দাবিতে অনশনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মরিয়ম আক্তার রুবির নানা মারা গেছেন। নানা মারা যাওয়ার খবর শুনেও কান্নায় ভেঙে পড়লেও অনশনে অনড় এই শিক্ষার্থী।

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে এ খবর শুনেন মরিয়ম। উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন ভাঙবেন না বলে সাংবাদিকদের জানান তিনি।

তিনি বলেন, ‘আমি আমার নানা ভাইকে শেষবারের মতো একবার দেখতে চাই। তবে আমি অনশনে থেকেই নানাকে দেখতে যাব।’

তার সহপাঠীরা জানান, মরিয়মের নানা মারা গেছেন। তার শারীরিক অবস্থাও অবনতির দিকে। তবে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন। তাকে মানসিকভাবে শক্তি জোগাতে আমরা তার পাশে আছি।

সারাবাংলা/এএম

অনশন টপ নিউজ শাবিপ্রবি শাবিপ্রবি আন্দোলন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর