Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে ঢাকায় শাবিপ্রবি’র শিক্ষক প্রতিনিধিরা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২২ ০০:১৩ | আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ১৩:৫৬

শাবিপ্রবি: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনা করতে ঢাকায় যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের একটি প্রতিনিধি দল। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস।

তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে কথা বলতে ইতোমধ্যে ৫ সদস্যের একটি দল ঢাকায় পৌঁছেছেন। শনিবার (২২ জানুয়ারি) শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা করার কথা রয়েছে।’

বিজ্ঞাপন

শিক্ষকদের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন- শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মুহিবুল আলম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদেন ডীন ড. মো. রাশেদ তালুকদার, অ্যাপ্লায়েড সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. খায়রুল ইসলাম রুবেল।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর সঙ্গে আলাপে বসবেন শিক্ষার্থীরা, কথা হয়েছে ফোনে

সারাবাংলা/এমও

টপ নিউজ শাবিপ্রবি শাবিপ্রবি আন্দোলন শাবিপ্রবি শিক্ষক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর