Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম

সারাবাংলা ডেস্ক
২১ জানুয়ারি ২০২২ ১৭:১১ | আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১৯:০২

ভারত-মিয়ানমার সীমান্তে মাঝারি মাত্রার ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশেও চট্টগ্রামসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। মার্কিন সংস্থা ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। তবে বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে, এটি ছিল ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল চারটা ১২ মিনিটে এই ভূমিকম্প হয় বলে জানিয়েছেন মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

বিজ্ঞাপন

সংস্থাটির তথ্য বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারত-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের ফালাম শহরের ১৮ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে। ভূগর্ভের ৫৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে এটি উৎপত্তি হয়।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ থেকে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে ৩৫২ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ৫৪ দশমিক ৮ কিলোমিটার।

এখন পর্যন্ত ভূমিকম্পে চট্টগ্রাম বা দেশের কোথাও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

সারাবাংলা/এএম

আবহাওয়া অফিস ভূমিকম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর