Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চালককে হত্যার পর গাড়ি ছিনতাইয়ে জড়িত ৩ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২২ ১৬:২৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১৬:৫২

যশোর: যশোরের শার্শায় সোলায়মান হোসেন শাকিব হত্যায় জড়িত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব‍্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) সদস্যরা। এসময় ছিনতায় হওয়া ইজিবাইকও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) যশোর পিবিআইয়ের জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন জানান, আসামিরা পেশাদার ছিনতাইকারী। পূর্বপরিকল্পিত ভাবে শাকিবের ইজিবাইক ভাড়া করে তাকে খুন করে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

আসামিদের মধ্যে মনিরুল ও মেহেদীকে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে এবং সাইফুলকে চৌগাছা উপজেলার মাড়ুয়া বাজার থেকে গ্রেফতার করা হয়। পরে আসামি সাইফুলের স্বীকারোক্তিতে চৌগাছা বাজার এলাকার ছুটিপুর রোডে নুরুজ্জামান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ থেকে ছিনতাই করা ইজিবাইকটি উদ্ধার করা হয়।

আসামিরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার চান্দেরপোল গ্রামের জালাল উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম (৩০), যশোর বাঘাপাড়া গ্রামের নিজাম উদ্দীনের ছেলে মেহেদী হাসান মিলন (২২) ও চৌগাছা উপজেলার মাড়ুয়া গ্রামের রমজান আলীর ছেলে সাইফুল ইসলাম (৩০)।

এর আগে, গত ১৯ জানুয়ারি শাকিবের নানা আকবার আলী বাদী হয়ে শার্শা থানায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছিলেন।

সারাবাংলা/এমও

৩ আসামি গাড়ি ছিনতাই গ্রেফতার হত্যার পর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর