Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবিপ্রবি: অনশনরত ১৩ শিক্ষার্থী হাসপাতালে

শাবিপ্রবি করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২২ ১৬:০৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ২০:২৭

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগে আমরণ অনশনরত ১৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে কেউ এখনও অনশন ভাঙ্গেননি।

শুক্রবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ৩টা পর্যন্ত ১৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ৬ জন মেয়ে ৭ জন ছেলে রয়েছেন। অনশনরত অস্থায় এক জন রাগিব বারেয়া, এক জন মাউন্ড এডোরা এবং ১১ জন এম এ জি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বিজ্ঞাপন

দায়িত্বপালনরত চিকিৎসক মো. মোস্তাকিম বলেন, এখানে ১১ জন শিক্ষার্থী অনশনরত অবস্থায় আছে। তাদের মধ্যে কারো গ্লুকোজ লেভেল কমে গেছে। কারও ব্লাড প্রেশার লো হয়ে গেছে। তাদেরকে স্যালাইন দেওয়া হয়েছে। যারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন তাদের মেডিকেলে রেফার করা হচ্ছে।

সারাবাংলা/একেএম

অনশনরত শিক্ষার্থী আমরণ অনশন শাবিপ্রবি শাবিপ্রবি আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর