Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিমু হত্যাকাণ্ড: স্বামী নোবেলের দোষ স্বীকার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২২ ১৫:৪৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১৭:৫৮

ঢাকা: বাংলা চলচ্চিত্রের অভিনয়শিল্পী রাইমা ইসলাম শিমু হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামী নোবেল এবং নোবেলের বন্ধু আব্দুল্লাহ ফরহাদ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার রিমান্ড চলাকালে আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়। তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে নোবেল এবং আরেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানার আদালতে আব্দুল্লাহ ফরহাদের জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে, ১৮ জানুয়ারি এ দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, ১৭ জানুয়ারি রাতে আসামিদের গ্রেফতার করা হয়। ওই দিন সকাল ১০টায় কেরানীগঞ্জ থেকে নায়িকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। শিমুকে হত্যার ঘটনায় তার ভাই হারুনুর রশীদ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

সারাবাংলা/এআই/একেএম

দোষ স্বীকার শিমু হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর