পাকিস্তানে করোনা সংক্রমণের নতুন রেকর্ড
২১ জানুয়ারি ২০২২ ১৪:৫৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১৫:০০
করোনাভাইরাস মহামারি শুরুর পর গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) সরকারি কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, সেদেশে ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।
এর আগে ২০২০ সালের ১৩ জুন পাকিস্তানে ৬ হাজার ৮২৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছিলেন। করোনাভাইরাস মহামারি শুরুর পর এই সংখ্যাই ছিল এতদিন সর্বোচ্চ। তবে এবার সে রেকর্ডও ছাড়িয়ে গেছে।
শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ২৩ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৯৩ শতাংশ।
পরিসংখ্যানে দেখা গেছে, পাকিস্তানের করাচিতে সংক্রমণের হার সর্বোচ্চ ৪৫ দশমিক ৪৩ শতাংশ। এর পরেই রয়েছে মুজাফফরবাদ ২৩ দশমিক ৯৪ ও ইসলামাবাদ ১৮ দশমিক ৯১ শতাংশ। এছাড়া লাহোর ও রাওয়ালপিন্ডিতে সংক্রমণের হার যথাক্রমে ১৮ দশমিক ৮৯ ও ১৭ দশমিক ৪৭ শতাংশ।
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নতুন এই ৫ম তরঙ্গের সূত্রপাত করেছে। উল্লেখ্য যে, পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯ হাজার ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে সেদেশে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৫০ হাজারের বেশি মানুষ।
এদিকে ভারতেও করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার ব্যাপক হারে বাড়ছে। ভারতে সর্বশেষ ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৭০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট চার লাখ ৮৮ হাজার ৩৯৬ জন মারা গেলেন। একইসঙ্গে, দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন লাখ ৪৭ হাজার ২৫২ জন। ভারতে মোট করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন কোটি ৮৫ লাখ ৬৬ হাজার ২৭ জন।
আরও পড়ুন
সারাবাংলা/আইই