Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্ধেক জনবলে অফিস চালানোর সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২২ ১৩:২০ | আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১৬:৩৬

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে অর্ধেক জনবল দিয়ে অফিস চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এ ব্যাপারে শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি।

শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গণপরিবহনে যাতে ভোগান্তি না হয়, সে জন্য অর্ধেক লোক দিয়ে অফিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ অবস্থায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই সপ্তাহ পরে পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ জনগণের প্রতি সরকারের দেওয়া ১১ দফা বিধিনিষেধ মানারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

জরুরি ওই সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘যেখানে খেলাধুলা আছে সেখানে ভ্যাকসিন সনদের পাশাপাশি টেস্টের সনদও লাগবে। এগুলো বইমেলায়ও দেখাতে হবে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে বইমেলা পেছানো হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের মতোই আমরাও চলমান পরিস্থিতির বাইরে নই।’

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে— বইমেলা দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী ১৪ বা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে এবারের বইমেলা।

শুক্রবারের ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘সরকারের বিধিনিষেধ ও নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব প্রশাসনের। আমরা চাইব, তারা যেন আরও নজরদারি বাড়ান। জনগণের দায়িত্ব আরও বেশি। নিজেদের সুরক্ষায় এটি নিজেদেরই পালন করতে হবে। সরকারের একার পক্ষে সম্ভব নয়।’

বিজ্ঞাপন

ভ্যাকসিনের লক্ষ্যমাত্রা ৭০ শতাংশে নামিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা সাড়ে ১২ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার কথা বলে এসেছি। তা কিন্তু ৭০ ভাগের মধ্যে। অনেকে বাইরে থাকে। সবমিলিয়ে আমরা ১৫ কোটি ১০ লাখ ভ্যাকসিন দিয়েছি। হাতে ৯ কোটি আছে। আমরা জনসনের তিন লাখ ৩৭ হাজার ভ্যাকসিন পেয়েছি, আরও আসবে।’

উল্লেখ্য যে, দেশে করোনাভাইরাস সংক্রমণ সম্প্রতি ব্যাপক হারে বাড়ছে। গতকাল বৃহস্পতিবার পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এর আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নতুন সংক্রমণ ফের ১০ হাজার ছাড়িয়েছে। বুধবার থেকে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১০ হাজার ৮৮৮। এর আগে গত ১২ আগস্ট দেশে ১০ হাজার ১২৬ জনের শরীরে করোনার নতুন সংক্রমণ ছড়িয়েছিল। এরপর গত পাঁচ মাসেরও বেশি সময় পর আবার ১০ হাজার ছাড়াল এই সংক্রমণ।

আরও পড়ুন

সারাবাংলা/এসবি/আইই

অর্ধেক জনবল করোনা সংক্রমণ বিধিনিষেধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর