Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২২ ১০:০৩ | আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১১:০৪

ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সর্বশেষ সংস্করণের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে শেষ করেছে ভারত। এই ক্ষেপণাস্ত্রটি একইসঙ্গে সাবমেরিন, জাহাজ, বিমান বা ভূমি থেকে নিক্ষেপ করা যাবে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার উপকূলে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সফল এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সামরিক বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। এক টুইটার বার্তায় তিনি বলেন, বর্ধিত দেশীয় সামগ্রী ও উন্নত কর্মক্ষমতাসহ ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল সফলভাবে উৎক্ষেপিত হয়েছে।

বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে ব্রহ্মসও একটি। ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি এ ক্ষেপণাস্ত্র শব্দের প্রায় তিনগুণ বেশি গতিতে উড়তে পারে।

সারাবাংলা/একেএম

ভারত সুপারসনিক ক্ষেপণাস্ত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর