ঘানায় শক্তিশালী বিস্ফোরণে ১৭ মৃত্যু, আহত ৫৯
আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২২ ০৯:২৯ | আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১৩:৩৩
২১ জানুয়ারি ২০২২ ০৯:২৯ | আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১৩:৩৩
ঘানার পশ্চিমাঞ্চলীয় খনি শহর বোগোসোর কাছে এক শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫৯ জন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, খননের কাজে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ বিস্ফোরক পরিবহনের সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিও থেকে দেখা যাচ্ছে, কুণ্ডুলী পাকিয়ে ধোঁয়া উড়ছে। অনেক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখান থেকে অনেক মানুষ সাহায্য চেয়ে চিৎকার করছেন।
অন্যদিকে, এই দুর্ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে এক টুইটার বার্তায় ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো আড্ডো জানিয়েছেন, উদ্ধারকাজে দেশটির সেনাবাহিনী যোগ দিয়েছে।
সারাবাংলা/একেএম