লাইবেরিয়ার চার্চে পদদলিত হয়ে ২৯ মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২২ ০৯:১৪
২১ জানুয়ারি ২০২২ ০৯:১৪
পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ার একটি চার্চে ধর্মীয় আচার পালন করতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। আহত অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে থাকায় মৃতের আরও সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
দেশটির পুলিশ বলছে, বুধবার রাত কিংবা বৃহস্পতিবার সকালের যে কোনো সময় ওইসব প্রাণহানির ঘটনা ঘটে। মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলেও মনে করছে তারা। তবে এ বিষয়ে আর কিছু জানা যায়নি।
সারাবাংলা/একেএম