Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবিপ্রবি: গভীর রাতের মশাল মিছিলে হাজারো শিক্ষার্থী

শাবিপ্রবি করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২২ ০৮:৪২ | আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ২০:২৭

সিলেট: আন্দোলনের নবম দিনে গভীর রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে মশাল মিছিলে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মশাল মিছিল বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি বাস ভবনের সামনে গিয়ে জড়ো হয়। মিছিল থেকে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে বিভিন্ন স্লোগানে মেতে ওঠেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এদিকে, ৩৩ ঘন্টা পার হলেও অনশন ভঙ্গ করেননি ২৩ শিক্ষার্থী। এরই মধ্য ৬ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়েছেন।

মেডিকেলে ভর্তি হওয়া অনশনরত বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নাঈম বলেন, ‘আপনারা অনেকে ভাববেন যে, আমি মেডিকেলে ভর্তি হয়ে হয়ে এখানে অনশন ভেঙ্গে ফেলেছি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এ স্বৈরচারী ভিসি পদত্যাগ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি অনশন ভাঙ্গবো না।’

সারাবাংলা/একেএম

মশাল মিছিল শাবিপ্রবি শাবিপ্রবি আন্দোলন

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর