অনশনরত ৬ শাবিপ্রবি শিক্ষার্থী হাসপাতালে
২০ জানুয়ারি ২০২২ ২২:৩৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ০৮:৪৩
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অনশনরত অবস্থাতেই তাদের এক জনকে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং পাঁচ জনকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টা পর্যন্ত তথ্য বলছে, অনশনরত ২৩ শাবিপ্রবি শিক্ষার্থীর মধ্যে এই ছয় জন অসুস্থ হয়ে পড়েছেন। তবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও অনশন ভাঙতে রাজি হন।
হাসপাতালে ভর্তি শাবিপ্রবি শিক্ষার্থী কাজল দাস বলেন, যতদিন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন পদত্যাগ না করবেন, ততদিন অনশন করে যাব। মৃত্যু হলে হবে, কিন্তু অনশন ভাঙব না।
আরও পড়ুন-
- অনির্দিষ্টকালের জন্য বন্ধ শাবিপ্রবি
- আমরণ অনশনে ২৪ শাবিপ্রবি শিক্ষার্থী
- শাবিপ্রবিতে অনশনকারী কয়েক শিক্ষার্থী অসুস্থ
- এবার উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল শাবিপ্রবি
- অনশনরত শিক্ষার্থীদের কাছে গেলেন শাবিপ্রবি শিক্ষকরা
- শাবিপ্রবিতে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, ২ ঘণ্টা পর ভিসি মুক্ত
- তদন্ত করে সরকার যে সিদ্ধান্ত দেবে, মেনে নেব: শাবিপ্রবি উপাচার্য
- জাবি ছাত্রীদের নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য, শাবি ভিসিকে উকিল নোটিশ
এর আগে, শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন শাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের ২৪ শিক্ষার্থী। তাদের মধ্যে ৯ জন নারী শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে অবশ্য পারিবারিক সমস্যার কারণে এক শিক্ষার্থীকে বাড়ি চলে যেতে হয়েছে। এর বাইরে ছয় জন এখন হাসপাতালে ভর্তি। বাকিরা সবাই এখনো অনশন চালিয়ে যাচ্ছেন।
গত রোববার বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্ট প্রত্যাহার, অব্যবস্থাপনা দূরসহ ৩ দফা দাবিতে চলমান আন্দোলন থেকে ছাত্রীরা উপাচার্যকে ধাওয়া দিয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে তাকে উদ্ধারে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের। পুলিশ গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে প্রায় অর্ধ শত শিক্ষক-শিক্ষার্থী আহত হন।
এ ঘটনায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে ওই রাতেই আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আর পুলিশ অজ্ঞাতনামা প্রায় তিনশ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শিক্ষার্থীরা সেই মামলা প্রত্যাহারের দাবি জানালেও মামলাটি প্রত্যাহার করা হয়নি।
সারাবাংলা/টিআর
আমরণ অনশন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ উপাচার্যের পদত্যাগ দাবি শাবিপ্রবি শাবিপ্রবি আন্দোলন