Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহকর বাড়ালে নগর ভবন ঘেরাও হবে: শাহাদাত

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২২ ২১:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশন গৃহকর বাড়ালে নগর ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে নগরীর বন্দর থানার ইস্ট কলোনিতে কারাগারে থাকা নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর বাসায় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান শাহাদাত হোসেন।

সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের আমলে ২০১৬-১৭ অর্থবছরে পঞ্চবার্ষিকী কর পুনঃমূল্যায়ন করা হয়েছিল। এর ভিত্তিতে সরকারি-বেসরকারি খাতে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর ঘোষণা এলে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল। আন্দোলনের মুখে ২০১৭ সালের ১০ ডিসেম্বর সেটা স্থগিত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

রেজাউল করিম চৌধুরী চসিকের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেই স্থগিতাদেশ প্রত্যাহারের জোর পদক্ষেপ নেন। দু’দফায় চসিকের পক্ষ থেকে চিঠি দেওয়ার পর ১৮ জানুয়ারি মন্ত্রণালয় থেকে ফিরতি চিঠিতে স্থগিতাদেশ প্রত্যাহারের কথা জানিয়ে পুনঃমূল্যায়নের ভিত্তিতে হোল্ডিং ট্যাক্স আদায়ের নির্দেশনা দেওয়া হয়। স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ায় চসিক এখন বর্ধিত হারে গৃহকর আদায় করতে পারবে। ফলে দীর্ঘসময় পর চট্টগ্রাম নগরীতে গৃহকর বাড়ছে। তবে চসিক মেয়র বলেছেন, গণহারে গৃহকর বাড়ানো হবে না, শুধুমাত্র করের আওতা বাড়ানো হবে।

রেজাউলের সঙ্গে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী শাহাদাত হোসেন সেই প্রসঙ্গ টেনে সাংবাদিকদের বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই হোল্ডিং ট্যাক্স বাড়ানোর পাঁয়তারা করছেন। জনগণের বিরুদ্ধে গিয়ে যদি হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়, চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে সিটি করপোরেশন ভবন ঘেরাও করা হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বাজারে অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। প্রতিদিন পণ্যের দাম বাড়ছে। গরীব, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষের জীবনে আজ নাভিশ্বাস উঠেছে। এ অবস্থায় যদি হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়, নগরবাসীর দুর্ভোগ আরও বেড়ে যাবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহাদাত হোসেনের সঙ্গে এ সময় ছিলেন বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ ওসমান, দলটির নেতা মোহাম্মদ হাসান, শহীদুল আলম আরজু, শাহাবুদ্দিন শাবু, নগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আসাদুজ্জান দিদার, শহীদুল্লাহ বাহার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম-সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

সারাবাংলা/আরডি/পিটিএম

উত্তরের মেয়র চসিক ডা. শাহাদাত হোসেন মেয়র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর