Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়ন্ত্রণ হারিয়ে ওয়াকওয়েতে ধাক্কা, প্রাণ গেল পথচারীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২২ ২০:১৯ | আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ০৩:৩৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরেক পথচারী। পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতিতে আসা প্রাইভেট কারটি সড়কের পাশে ওয়াকওয়ে দিয়ে হাঁটতে থাকা দুই পথচারীকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে লিংক রোডে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট অংশে এ দুর্ঘটনা ঘটেছে বলে ‍পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

নিহত মোহাম্মদ টিটু (৩২) সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট কালু শাহ মাজার এলাকার মোহাম্মদ শামসু’র ছেলে। আহত মোহাম্মদ রোহান (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক তৌহিদুল করিম সারাবাংলাকে জানিয়েছেন, টিটু ও রোহান লিংক রোডের ওয়াকওয়ে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ প্রাইভেট কারটি বায়েজিদের দিক থেকে এসে তাদের ধাক্কা দেয়। এতে দু’জন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান। ওয়াকওয়ের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারটিও দুমড়ে-মুচড়ে গেছে। কারটি পুলিশ জব্দ করেছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানিয়েছেন, সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক টিটুকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক তৌহিদুল করিম সারাবাংলাকে বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রাইভেট কারটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওয়াকওয়ের সঙ্গে ধাক্কা লাগায়। এতে দুর্ঘটনা ঘটেছে। এরপর গাড়ি রাস্তায় রেখে পালিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির চালক কিংবা যাত্রী কাউকে পাইনি। গাড়ির নম্বরের সূত্র ধরে এর মালিককে আমরা শনাক্তের চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘লিংক রোড নির্জন ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত হওয়ায় সেখানে ব্যক্তিগত গাড়ি নিয়ে বিভিন্ন বয়সী লোকজন বিশেষ করে কিশোর-তরুণরা বেড়াতে যান। সড়কটিতে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ আমরা সবসময় পাই।’

সারাবাংলা/আরডি/টিআর

টপ নিউজ পথচারীর মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর