Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের পৌঁছে দিয়ে ফেরার পথে বাসচাপায় স্কুলভ্যান চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২২ ২০:০৫ | আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ২০:১৪

রাজবাড়ী: স্কুল ছুটির পর ভ্যানগাড়িতে করে শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় প্রাণ হারিয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ মুনস্টার কলেজিয়েট স্কুলের ভ্যানচালক মিজান প্রামাণিক (২৫)।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজান গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রামের মো. নুর ইসলাম প্রমাণিকের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা মকবুলের দোকান এলাকায় স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, দুপুরে গোয়ালন্দ মুনস্টার কলেজিয়েট স্কুলের ভ্যানচালক মিজান প্রামাণিক স্কুল ছুটির পর ভ্যানগাড়িতে করে মকবুলের দোকান এলাকার শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিয়ে গোয়ালন্দে ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যানগাড়িসহ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়াতদন্তের প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

সারাবাংলা/টিআর

বাসচাপায় নিহত সড়ক দুর্ঘটনা স্কুলভ্যানের চালক

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর