ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলে করছাড়!
২০ জানুয়ারি ২০২২ ১৮:৫৬ | আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ১৯:০২
করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেই করছাড়। তবে পুরোটা নয়, আংশিক। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দমদম পৌরসভা এমনটাই ঘোষণা দিলো। মূলত, করোনাভাইরাসের ভ্যাকসিনের পূর্ণাঙ্গ ডোজ নিতে মানুষকে উৎসাহ দিতে এমন অভিনব উদ্যোগ পৌরসভা কর্তৃপক্ষের।
দক্ষিণ দমদম পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে, বাসিন্দার করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নিয়ে সার্টিফিকেট দেখালে বকেয়া করের ২৫ শতাংশ ছাড় পাবেন।
জানা গেছে, অনেকেই ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজের ক্ষেত্রে কালক্ষেপণ করছেন। দ্বিতীয় ডোজের সময় পার হয়ে গেলেও এখনও ওই পৌরসভার বহু বাসিন্দা তা নিচ্ছেন না। এদিকে পৌরসভা কর্তৃপক্ষের হাতে করোনা ভ্যাকসিনের উদ্বৃত্ত ডোজ পড়ে আছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ দমদম পৌরসভার এমন উদ্যোগে সাড়া মিলেছে। সাধারণত অন্য দিন ভ্যাকসিন কেন্দ্রে ৫ থেকে ৬ জনের লাইন দেখা গেলেও ওই ঘোষণার পর প্রায় ৮০ জনের লাইন দেখা যাচ্ছে।
উল্লেখ্য যে, করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের আক্রমণের শীর্ষ শিকার ভারত। তবে দ্বিতীয় ঢেউয়ের তীব্রতা কমে যাওয়ায় অনেকেই ভ্যাকসিন নিতে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এদিকে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব বেড়ে যাওয়া ফের নতুন ঢেউয়ের সূচনা হয়েছে। এমন পরিস্থিতিতে ভ্যাকসিন কার্যক্রমে গতি আনা ছাড়া বিকল্প নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও অনিচ্ছুকদের ভ্যাকসিনের আওতায় আনতে বেগ পেতে হচ্ছে।
ভারতে এ পর্যন্ত ভ্যাকসিনের পূর্ণাঙ্গ ডোজ নিয়েছেন প্রায় ৬৭ কোটি মানুষ। শতাংশের হিসেবে ৪৮ দশমিক ৪— অর্থাৎ দেশটির অর্ধেক মানুষ এখনও দুই ডোজ ভ্যাকসিনের আওতায় আসেননি।
সারাবাংলা/আইই