অজ্ঞান পার্টির খপ্পরে মানবজমিনের সাংবাদিক
২০ জানুয়ারি ২০২২ ১৭:১২
ঢাকা: রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ‘৫০ হাজার টাকা খুইয়েছেন’ দৈনিক মানবজমিনের সিনিয়র স্পোর্টস রিপোর্টার সামন হোসেন (৩৭)।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সোয়া ৪টার দিকে বঙ্গবন্ধু স্টেডিয়াম ক্রীড়া লেখক সমিতি থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
সামনের সহকর্মী কাজী সুমন জানায়, সামনের বাড়ি নারায়ণগঞ্জের খানপুরে। বিকেলে শীতল পরিবহনে করে তিনি নারায়ণগঞ্জ থেকে স্টেডিয়াম ক্রীড়া লেখক সমিতিতে আসছিলেন। গাড়ির মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে দেয়।
অজ্ঞান পার্টির সদস্যরা সামনের কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে গেছে বলে জানান কাজী সুমন।
সামন ক্রীড়া লেখক সমিতির যুগ্ম সম্পাদক।
কাজী সুমন জানান, বেলা সোয়া ৩টার দিকে বাস থেকে সামন হোসেন স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় নামেন। এরপর তিনি ক্রীড়া লেখক সমিতির অফিসে পড়ে যান। পরে খবর পেয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পাকস্থলি ওয়াস করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/একে